আশাশুনিতে হাম-রুবেলা টিকাদান কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ | আপডেট: ১০:৪৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা): দেশব্যাপী জাতীয় প্রোগ্রাম হাম-রুবেলা টিকা দান কর্মসূচি সফল করতে আশাশুনিতে টিকাদানকারী কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ট্রেনিং মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। আগামী ২৯ থেকে ৯ মাস বয়সী হতে ১০ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে ১ ডোজ করে হাম-রুবেলা টিকা খাওয়ানো হবে। উপজেলার সকল প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৬৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান সেন্টারে এ টিকা খাওয়ানোর কাজ বাস্তাবায়িত হবে। প্রথম ব্যাচে ১৮ জন পরিবার পরিকল্পনা কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সউদ বিন খায়রুল আনাম, ইপিআই টেসনেশিয়ান দীলিপ কুমার ঘোষ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স হাম-রুবেলা টিকা সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত