আশাশুনিতে শিক্ষকদের নিয়ে অনলাইন মতবিনিময় প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ | আপডেট: ৯:০৯:অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ আশাশুনিতে শিক্ষকদের নিয়ে অনলাইন মতবিনিময় সভায় অংশ গ্রহনকারীদের একাংশ। আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অন লাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলার কল্যানপুর, পূর্ব কামালকাটি, সাতমোড়ক, শ্রীকলসও বুড়াখারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের সমন্বয়ে অনলাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালগুলো প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় একটি মোবাইলে ৪/৫ শিক্ষক মতবিনিময় সভায় যুক্ত ছিলেন। এছাড়া কয়েকজন শিক্ষার্থী সভায় যুক্ত ছিল। ইএফটি সম্পন্ন করণ, করোনার ২য় ঢেউ মোকাবেলায় করণীয়তা, ১ম থেকে ৫ম শ্রেণির মূল্যায়নে করনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আশাশুনিতে তামাকজাত পণ্য থেকে যুব সমাজকে রক্ষার্থে মানববন্ধন তামাক কোম্পানীর প্রলোভন থেকে যুব সমাজকে রক্ষা ও তামাকজাত দ্রব্যের উপর করবৃদ্ধির ক্ষেত্রে তামাক কোম্পানীর কুটকৌশল বন্ধের দাবীতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি নতুন বাসষ্ট্যান্ড সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়নকর্মী দেবাশীষ চক্রবর্তীর নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন, তামাক কোম্পানীর কুট প্রলোভনে যুব সমাজ তামাক সেবনে উৎসাহিত হচ্ছে। যুব সমাজকে তামাকের কালো থাবা থেকে রক্ষা করতে সকল তামাকের উপর কর বৃদ্ধি করা প্রয়োজন। এতে তামাক পণ্যের দাম বৃদ্ধি পেলে যুব সমাজের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে তামাক সেবন থেকে যুব সমাজ রক্ষা পাবে। বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এনজিও মৌমাছি’সহ সারাদেশে তামাক নিয়ন্ত্রনে বেসরকারী সংস্থাগুলোর দাবীর প্রেক্ষিতে প্রতিবছর সরকার তামাকজাত পন্যের মূল্য ও কর বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। যদিও তার পরিমাণ খুবই সামান্য। মৌমাছি ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট, মিডিয়া ও ডব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় তামাকের অবৈধ বিজ্ঞাপন অপসারন, চায়ের দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা, বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, পাবলিক প্লেস, পাবলিক পরিবহনসহ বিভিন্ন স্থানে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে লিফলেট, বিলবোর্ড, স্টিকার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যাতে সমাজে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক অনুষ্ঠান পরিচালনা করেন। আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধে র্যালী আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে ধান্যহাটি এসডিএফ অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। পল্লী সমাজের সভানেত্রী মিনতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এফও উজ্জ্বল হোসেন। সংবাদটি পড়া হয়েছে ৪১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত