আশাশুনিতে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১০:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক: আশাশুনি-সাতক্ষীরা সড়কে মাছবাহী ট্রিাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেড হতে বিভিন্ন সাদা মাছ ও চিংড়ী মাছ ট্রাকে বোঝাই করে যশোর-ড-১১-০৩২২ নং ট্রাক যশোরের নাভরণের উদ্দেশ্যে যাত্রা করে। নওয়াপাড়া বিল সংলগ্ন সড়কে পৌছলে ট্রাকের সামনের চাকার পাতি ভেঙ্গে গেলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খালে গিয়ে পড়ে। ট্রাকে ৩০জন মৎস্য ব্যাবসায়ীর কয়েক লক্ষ টাকার মাছ নিয়ে যাচ্ছিল। মাছের একটি বড় অংশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান। ট্রাকে থাকা চালক, হেলপার ও ৪/৫ জন ব্যবসায়ী লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। ট্রাকের চাকা সড়কের মধ্যে সৃষ্ট বড়গর্তে পড়ে পাতি ভেঙ্গেছে বলে দাবী চালকের। এঘটনায় আহত ব্যবসায়ীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনা সংবাদটি পড়া হয়েছে ২২০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত