আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজধান বিতরণ

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ | আপডেট: ৯:৩৪:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
আশাশুনিতে প্রান্তিক পর্যায়ের ৩৩৩ জন কৃষকের মাঝে ৩ কেজি করে বায়ারের তেজগোল্ড ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বায়ার ফর এর আয়োজনে কৃষি অফিসের সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে এ বিজ ধান বিতরণ করা হয়।
 
 
সাতক্ষীরা জেলার টেরিটরি অফিসার সুব্রত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত উপ-পরিচালক জসিম উদ্দীন।
 
 
উপজেলা বায়ার পরিবেশক শরিফ হোসেনের ব্যবস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা উদ্বৃত্ত সংরক্ষণ অফিসার আব্দুল গনি, জেলা ও উপজেলার বায়ারের এফএ আল-মোমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আব্দুস সামাদ বাচ্চু। সংবাদদাতা। আশাশুনি, সাতক্ষীরা