আশাশুনিতে নদীর স্রোতে ভেসে যাওয়ার নয় ঘণ্টা পর এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ | আপডেট: ১১:১২:অপরাহ্ণ, জুন ১১, ২০২০ ভাঙন কবলিত সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ার নয় ঘণ্টা পর আব্দুস সামাদ সানা (৬০) নামের এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের জহুর আলী সানার ছেলে। বৃহষ্পতিবার (১১ জুন ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলপেটুয়া নদীর মানিকখালি খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন- আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবীর । নিহতের ছেলে আমিরুল সানা ও জিয়ারুল সানা জানান, ঘুর্ণিঝড় আম্পানের তান্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালির একাংশ বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে সেখানে একটি খালের সৃষ্টি হয়। বেঁড়িবাধ সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে তারা দুই ভাই ও তার বাবাসহ তিনজন মাড়িয়ালা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই খাল পার হতে গিয়ে ভাটার তীব্র টানে তাদের বাবা খোলপেটুয়া নদীতে ভেসে যান। ওসি গোলাম কবীর আরোও জানান, দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকখালি খেয়াঘাট এলাকায় তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ উদ্ধার সংবাদটি পড়া হয়েছে ৬১৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত