আশাশুনিতে একাধিক হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ | আপডেট: ৪:৫৪:অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ আওয়ামীলীগ নেতা শরবত আলীসহ ৫টি হত্যা মামলার আসামী সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গদাইপুর বাজারে নির্যাতিত পরিবারবর্গ ও ইউনিয়নবাসীর আয়োজনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এ্যড. মাসুদুর রহমান প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ অহিদুল ইসলাম মোল্যা, নিহতের স্ত্রী শেফালি বেগম, ছেলে শিমুল হোসেন ও সবুজ হোসেন, প্রভাষক জাবিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাবুরাম প্রমুখ। বক্তারা বলেন, খাজরা ইউনিয়নের ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদদস্যু ও বোমাবাজ ইউপি চেয়ারম্যান ডালিম বার বার মানুষ হত্যা করেও পার পেয়ে যাচ্ছে। বক্তারা এ সময় মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে কুখ্যাত এই রাজাকার পুত্র চেয়ারম্যান ডালিমের দল থেকে বহিস্কারসহ দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জন নিহত