চুকনগরে ৭নং গোবিন্দকাটি ওয়ার্ডে বার্ষিক ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে ৭নং গোবিন্দকাটি ওয়ার্ডে বার্ষিক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কাঁঠালতলা ভাস্করানন্দ মঠ প্রাঙ্গনে আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ইএএলজি প্রকল্পের সহযোগীতায় ৭নং গোবিন্দকাটি ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান রাজুর সভাপতিত্বে ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিখারানী বসাক। বক্তব্য রাখেন আমিনুর রহমান, শামীম হোসেন, লিটন, কার্তিক বসাক, মিঠু, রাশিদা বেগম, আন্না, অর্পনা সরকার প্রমুখ।
সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস