চুকনগরে ২৩বোতল ফেন্সিডিলসহ চিহিৃত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে ২৩বোতল ফেন্সিডিলসহ এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার দুপুর ২টার দিকে কাঁঠালতলা বাজার হতে দক্ষিন অভিমুখী মহিদুলের বাড়ি সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা ডিবি পুলিশের ইন্সপেক্টর গোপাল চন্দ্র রায় জানা, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে রবিবার দুপুর ২টার দিকে কাঁঠালতলা বাজার হতে দক্ষিন অভিমুখী মহিদুলের বাড়ি সামনে দিয়ে ২জন মাদক ব্যবসায়ী ২টি ব্যাগে করে ৭৩বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেরে একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ পালিয়ে যায় এবং অপর মাদক ব্যবসায়ী ২৩বোতল ফেন্সিডিল সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। গ্রেফতাককৃত মাদক ব্যবসায়ী ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের আব্দুল মজিদ শেখের পুত্র কামাল হোসেন শেখ(৩৫)।
সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস