চুকনগরে জাগ্রত যুব সংঘের উদ্যোগে সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে যৌথ কর্মশালা অনুষ্ঠিত প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৫:৪১:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর উদ্যোগে ম্যাক্স ফাউন্ডেশনের অর্থায়নে ও ম্যাক্স নিউট্রি ওয়াশ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে ন্যাশনাল হাইজিন ফ্রেমওয়ার্ক প্রসাবের জন্য এবং অংশ গ্রহণমূলক অর্থায়ন ও পরিকল্পনা বিষয়ে সুশীল সমাজ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ কুমার রায়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেবী ওয়াশ এ্যান্ড হেলথ্ প্রমোশন অফিসার (জেজেএস) তোহিদা সুলতানা। বক্তব্য রাখেন বিজসেন প্রমোশন অফিসার মোঃ আকরাম হোসেন, ইউনিয়ন ফ্যাসিলেটর আমেনা বেগম, সিএইচপি শিখা মল্লিক, ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান, শেখ শহিদুল ইসলাম, এম এ সালাম, কামরুল ইসলাম মোড়ল, শেখ সিরাজ উদ্দীন, অসীম বিশ্বাস, মোস্তফা সরদার, রেশমা বেগম, শিখা রানী বসাক, কুলসুম বেগম প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি ২৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু