চুকনগর এনডিএস দাখিল মহিলা মাদ্রাসার সভাপতি নির্বাচন স্থগিত ঘোষণা প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ | আপডেট: ৪:৫৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ গাজী আব্দুল ক্দ্দুুস, চুকনগর(খুলনা): দাতা সদস্য নির্বাচন, অভিভাবকদের ভোটার তালিকা প্রনয়ন ও অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে অনিয়মের কারণে চুকনগর এনডিএস মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরজমিনে তদন্তের ভিত্তিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। জানা যায়, সরকারী নির্দেশনার প্রতি বৃন্ধাঙ্গলী দেখিয়ে এক ব্যক্তিকে দাতা সদস্য নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর তুলনায় ভোটার সংখ্যা বেশি দেখানো হয়েছে। এছাড়া অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ অভিভাবকদের মতামত উপেক্ষা করা হয়েছে। একারণে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম বরাবর অত্র প্রতিষ্ঠানের অভিভাবকরা একটি লিখিত অভিযোগ করেন। ফলে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ এনডিএস মহিলা মাদ্রাসায় সরজমিনে তদন্তে এসে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। এর কারণে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা ইন্সটেক্টর ও রির্টানিং অফিসার মোঃ মনির হোসেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এব্যাপারে উপজেলা ইন্সটেক্টর ও রির্টানিং অফিসার মোঃ মনির হোসেন বৃহস্পতিবার অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সরজমিনে তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা বলেন, কাজ করতে গেলে তো কিছু ত্রুটি বিচ্যুতি হতেই পারে। হয়তো আমাদের কাজে কিছু ভুল হয়েছে। আর একারণে কিছু অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স্যার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ২০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু