কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

যশোরের কেশবপুরে শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় কুমারেশ দাস (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কেশবপুর-কলাগাছি সড়কের ব্যাসডাঙ্গা মোড় নামক স্থানে দ্রুতগামী একটি মটর সাইকেল উপজেলার খতিয়াখালি গ্রামের মৃত জগেশ্বর দাসের ছেলে কুমারেশ দাসকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কুমারেশ দাসের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।