কালিগঞ্জ ভদ্রখালী অন্ত্যায়ু রক্তদান সংস্হার সদস্য শাহারিয়ার খানের জরুরি রক্তদান

ভদ্রখালী অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার উদ্দেশ্য ও লক্ষ মুমূর্ষ রুগীরদের জন্য রক্তদাতা নিশ্চিত করা। আজ ২২ এপ্রিল দুপরে ভদ্রখালী অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার সদস্য শাহারিয়ার খাঁন পাওখালী কে আলী ক্লিনিক এ মুমূর্ষ রুগির জরুরি এক ব্যাগ রক্তদান করেন। শাহারিয়ার খাঁন এই দিয়ে মোট ৮বার রক্তদান করে মানব সেবাই উজ্জল দৃষ্টান্ত রেখেছেন। রক্তদানে সার্বিক ভাবে দিকনির্দেশনা প্রদান করেন অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার পরিচালক ডি.এম নাসির উদ্দিন (লাভলু) ও সদস্য মোঃ রিয়াজুল ইসলাম। এ সময় সংস্থার সদস্য কালিগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি নূর ইসলাম (বাবু) উপস্তিত ছিলেন।

একজন মুমূর্ষ রোগীকে রক্ত দান করেন ও সকল প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আর্তমানবতার সেবা নিয়ে প্রতিষ্ঠিত অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্থাটি ২০১৪ সালের ২৫ শে নভেম্বর কার্যক্রম শুরু করে। দীর্ঘ সময় সংস্থাটি মুমূর্ষ রোগীদের সেবা দিয়ে আসছে।
অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্থার সহকারী পরিচালক ডাঃ মোঃ শফিউল্লাহ খাঁন বলেন সুস্বাস্থ্যের অধিকারী সব মানুষই স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন। যেকোন গ্রুপ রক্তের প্রয়োজন হলে ও সেচ্ছাই রক্তদান করতে ফোন করুন অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার পরিচালক ডি.এম নাসির উদ্দিন (লাভলু) ০১৭১৭৮৬২৭৪৬/ ০১৯১১৬৩১২৭৮ সহকারী পরিচালক মিয়ারাজ হোসেন (অপি)০১৭২৩৬০৯৬৪৫, সদস্য মোঃ নূর ইসলাম (বাবু) ০১৭১৩৯৯৩১৬৮, ভদ্রখালী অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার পক্ষ থেকে সকলের কাছে সহযোগিতা, দোয়া ও পরামর্শ প্রত্যাশা করেন।