কবিতা: “তোমাতেই সর্বনাশ”

কবি রুদ্র অয়ন
পরিচয় না হলেই
ঢের ভালো হতো,
পেতাম নাতো বেদনা
আমি অত শত।
কেন এসেছিলে তুমি
ছেড়ে যাবে যদি?
বুকে মাঝে গড়ে এক
বিরহের নদী!
তোমার মাঝে আমার
ছিলো বসবাস,
তোমাতেই যে আমার
হলো সর্বনাশ!