কবিতা: “আজকে মানুষ” প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ | আপডেট: ৯:৪০:অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ আজকে মানুষ খাঁচার পাখি ভয়ে ভরা দুটি আঁখি! আজকে মানুষ খুব অসহায় সব থেকেও হায় নিরুপায়! আজকে মানুষ বড় একা সবাই আছে নেইতো দেখা! আজকে মানুষ ভয়ের কারণ অবাধ মেলামেশা বারণ! কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা সংবাদটি ৬৬৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?