কপিলমুনিতে ফলের দোকান এক জায়গায় করে গড়ে উঠছে ফল মার্কেট প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ | আপডেট: ৮:৫৫:অপরাহ্ণ, জুন ৫, ২০২০ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ছড়িয়ে থাকা ফল বিক্রেতারা রাস্তা জুড়ে যানজট সৃষ্টির কারণে তাদেরকে নিদিষ্ট একটি জায়গা স্থায়ী ভাবে ব্যবসা পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আরাফাতুল আলমের নির্দেশে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার কানুনগো মোজাম্মেল হক, সার্ভেয়ার কাওছার আলী, কপিলমুনি তহশীলদার মোঃ জাকির হোসেন সরেজমিন বাজার ঘুরে তাদের জন্য জায়গা নির্ধারণ করেন। এ সময় চাউল পট্টির সিঙ্গেল চাঁদনীটি বরাদ্দ করে জায়গা খালি করে দিতে বলা হয় দখলে রাখা ব্যক্তিদের। আগামী সোমবার তাদেরকে উক্ত চাঁদনী বরাদ্দ দেয়া হবে বলে জানান কানুনগো মোজাম্মেল হক। সংবাদটি ৫০১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ