একটি ছেলে প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ | আপডেট: ১০:০৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ একটি ছেলে শ্যামল বণিক অঞ্জন একটি ছেলের স্বপ্নগুলো হাওয়ায় গেছে উড়ে, সব হারিয়ে ছেলেটি আজ পথে পথে ঘুরে। লেখা পড়া করে জীবন গড়বে মনের মতো, দাঁড়াবে সে নিজের পায়ে স্বপ্ন ছিলো কতো! এই সমাজের দামী আসন করবে অলঙ্কৃত, বুকে জন্ম নেওয়া স্বপ্ন গর্ভতেই তাঁর মৃত! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা একটি ছেলে সংবাদটি ৩৯১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?