বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে: স্মৃতির অন্তরালে

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ | আপডেট: ১২:৫৪:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্মৃতির অন্তরালে

শিশুকাল থেকে করেছিলে পণ, এ জন্ম ভুমিকে করিব বিজয়,
বাঙ্গালী জাতির কেন গৌরব, পেয়েছি তার পরিচয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, এ বঙ্গ জননীর নয়নের মণি,
বিশ্বের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র, তাহার কন্ঠ যেন অমর বাণী।
জাগ্রত বাঙ্গালীর মুক্তির দূত, এ বাংলার তিনি রুপকার,
এ বাঙ্গালী জাতির মুক্তির মশাল, বঙ্গবন্ধু শেখ মুজিবর।
কুঞ্জকাননে গোলাপ না ফুটিলে হেতায় থাকে অন্ধকার,
তোমাকে হারাইয়া শোকহত, বঙ্গবাসী কাঁদে হাহাকার।
জেল জুলুম আর নির্যাতন শেষে করেছো কারাবরণ,
তবুও থামেনি এ সংগ্রাম, জীবন যুদ্ধের হয়নি অবসান।
তখন ছিল দুটি দিক, মুসলিম লীগ আর আওয়ামী লীগ,
পাক বাহিনীর কাছে শেখ মুজিব, ছিল বিষের বিষ।
এক দিকে শেখ মুজিব আর এক দিকে আইয়ুব খান,
ভোট যুদ্ধের হল অবসান, চারিদিকে গাহিল বিজয়ের গান।
নির্বাচনের জয়-জয়াকারে নৌকা প্রতিক জিতল ঠিক,
পাক বাহিনীর টনক নড়ল ভূট্টো নিল অন্যদিক।
পরাধীনতার জিঞ্জিরে বাঁধা থাকব মোরা কত কাল,
জয় বাংলা জয় বাংলায় মুখরিত হল শুধু এই শ্লোগান।
আইয়ুব বলল ইয়াহিয়া ভাই, আর ভূট্টো বলল টিক্কা খান,
শেখ মুজিবকে পাঠাতে হবে এবার বুঝি নির্বাসন।
এত ভোট পাইবে মুজিব, ওরাও বুঝিনি নির্বাচনে,
মিথ্যা বলে ডেকে নিয়ে আটকিয়ে দিল পাকিস্তানে।
ষড়যন্ত্রের জাল বুনে লাভ হল না কোন তাতে,
যুদ্ধ করে হেরে গেল শেষে লুন্ঠিল নারীর ইজ্জতে।
এ বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়ল দেশ রক্ষার্থে,
যে যেখানে ছিল সবই ছুটে এল নাম দিল মুক্তিযোদ্ধাতে।
শেখ সাহেবের সাহস বাড়ল, তুমুল বেগে যুদ্ধ চলল,
চারিদিক হতে পাক বাহিনীরা আস্তে আস্তে পিছু হটল।
পাক সেনাদের সাথে আঁতাত করে আলবদর, রাজাকার হল,
শেখ সাহেব ক্ষমতায় যেয়ে শত্রুদের ক্ষমা করে দিল।
সেই ষড়যন্ত্রের কুচক্রীরা মুজিব পরিবারকে করল নিধন,
শান্তির বার্তা পেয়েছিলেন, উড়াতে পারেননি বিজয় নিশান।
ক্ষমতা আর পালাবদলের মাঝে ডুবে গেল বেলা,
সেই সুযোগে ঢুকে পড়ল দূর্নীতির সকল চেলাবেলা।
তুমি নেই বলে, তোমার মুক্তির প্রতিক সেই সোনার তরী,
এ বাঙ্গালী জাতি আজও ভুলেনি শেখ হাসিনা সেই কান্ডারী।
ঘুমাও শান্তিতে স্ব-পরিবারে এ বঙ্গবাসী ভূলবে না তোমারি,
তোমারি রক্তের বদলা নেবেই নেবে তোমারি উত্তরসুরি।

 

বাস্তববাদী লেখক ও গবেষক : সরদার এম.এ মজিদ
পাটকেলঘাটা, সাতক্ষীরা
মোবাইল নং- ০১৭২৩৯১২৭৪১

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক