কেশবপুর নওরীন সাদেককে মনোনয়নের দাবিতে যুবলীগের মিছিল সমাবেশ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর(যশোর):
যশোর-৬ কেশবপুর আসনে উপ-নির্বাচনে সদ্য প্রয়াতঃ এমপি ইসমাত আরা সাদেক ও প্রয়াত সাবেক শিক্ষা মন্ত্রী এ এস এইচ কে সাদেক কন্যা নওরীণ সাদেককে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে কেশবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল গণ মিছিল কেশবপুর শহর প্রদক্ষিণ করেছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে গণ মিছিলটি বের হয়ে কেশবপুর শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়াশী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মিলন মিত্র, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, সুফলাকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম কবীর হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুৃল আজিজ প্রমুখ। মিছিলে অংশ নেন জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা হাসান সাদেক, শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জি এম আলতাব হোসেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ ওবায়দুর রহমান, মশিয়ার রহমান দফাদার, মনোজ তরফদার, বিশ্বাস ওয়াহেদুজ্জামান, মেম্বার কামাল হোসেন, এস এম বাবুর আলী , সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, হাবিবুর রহমান, যুবলীগ নেতা আল হেলাল, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, শ্রমিক লীগ নেতা শহিদুজ্জামন শহীদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের নেতা কর্মীরা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সমাবেশ থেকে যশোর-৬ কেশবপুর আসন পুনরুদ্ধারের অগ্রনী সৈনিক কেশবপুরের উন্নয়নের কারিগর সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এ এস এইচ কে সাদেক ও সদ্য প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কন্যা স্থপতি নওরীন সাদেককে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য এ আসনটির মানুষের প্রাণের দাবিতে রুপ নিয়েছে। গণ মিছিলে কেশবপুর পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের প্রায় তিন সহ¯্রাধিক নেতা কর্মীরা অংশ নেয়।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক