চুকনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২২ | আপডেট: ১১:৩১:পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২২ চুকনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস। খুলনার চুকনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক দিনকাল ও লোকসমাজের ডুমুরিয়া প্রতিনিধি এম রুহুল আমীন সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা ডুমুরিয়া প্রতিনিধি, দৈনিক প্রবাহের চুকনগর প্রতিনিধি ও দৈনিক যশোরের ভ্রাম্যমান প্রতিনিধি গাজী আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। সকাল ১০টায় প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীনের সভাপতিত্বে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আলাপ আলোচনার এক পর্যায়ে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে কমিটির সকল সদস্য নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি শংকর ঘোষ, যুগ্ম সম্পাদক ইমরান হুসাইন, কোষাধ্যক্ষ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরদার, প্রচার ও দপ্তর সম্পাদক গাজী শামীম হোসেন মিঠু, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক বি এম ফিরোজ হোসেন, নির্বাহী সদস্য গৌতম রাহা, প্রভাষক আব্দুর রাজ্জাক ও সুমন ব্রহ্ম। সংবাদটি ৫২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু