চুকনগরে ৩বছরের সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি এক গৃহবধুর প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০ | আপডেট: ৮:০৩:অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০ চুকনগরে পরকীয়ার জের ধরে রাতের আধারে ৩বছরের সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে এক গৃহবধু। যাওয়ার সময় নগত টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২লক্ষ টাকার মালামাল সঙ্গে নিয়ে গেছে। এঘটনায় গৃহবধুর স্বামীর ডুমুরিয়া উপজেলা চুকনগর গ্রামের মৃত চিত্ত রঞ্জন হালদারের পুত্র আনন্দ কুমার হালদার ০৮/১১/২০২০ ইং তারিখে ৩জনকে বিবাদী করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ৬বছর পূর্বে কলারোয়া উপজেলার কাশিডাঙ্গা গ্রামের পকির চন্দ্র রায়ের কন্যা শান্তনা রানী (২৬)এর সাথে হিন্দু ধর্মীয় বিধান মোতাবেক বাদীর বিবাহ হয়। বিবাহের পর তাদের দাম্পত্য জীবনে নন্দিনী হালদার নামে একটি ৩বছরের কন্যা সন্তান জন্মগ্রহন করে। কিন্তু গত ৫মাস আগে চুকনগর গ্রামের গনেশ বিশ্বাসের স্ত্রী ২নং বিবাদী মধুমিতা বিশ্বাসের সহায়তায় পাইকগাছা উপজেলার বাকা গ্রামের অনিল মল্লিকের পুত্র ১নং বিবাদী আনন্দ মল্লিকের সাথে তার স্ত্রীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর তার স্ত্রী তার অবাধ্য চলাফেরা করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ০৮/১১/২০২০ ইং তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে বাদী ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী ঘরে নেই। এ সময় দেখা যায়,বসত ঘরের ড্রয়ে গচ্ছিত নগত ৫৫হাজার টাকা, ১লক্ষ টাকার স্বর্ণালংকার এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের চেক বইসহ মূল্যবান কাগজ পত্র নাই। এঘটনায় তিনি বাদী হয়ে স্ত্রী সহ ৩জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সংবাদটি ১১৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু