চুকনগর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ জন

চুকনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অনন্ত ২০ জন বাস যাত্রী আহত হয়েছে। সোমবার সকাল ৯টার চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সামনে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতি সম্পন্ন (খুলনা মেট্রো জ ১১-০০৯১) যাত্রীবাহী বাস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা অপর একটি দ্রুতগতি সম্পন্ন ( খুলনা মেট্রো জ ০৪-০০৩৯) যাত্রীবাহী বাস সকাল ৯ টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সামনে টার্নিং পয়েন্ট অতিক্রম করতে গিয়ে একে অপরের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে প্রায় ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছে। কিন্তু বাসের ভিতরে ৩ জন যাত্রী আটকা পড়ায় চুকনগর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ এসআই রেজা আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ যুগল দাসের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস কর্মীর প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ রির্পোট লেখা পর্যন্ত দূর্ঘটনায় কবলিত বাস দুটি ঘটনাস্থলেই ছিল।