মাগুরাঘোনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি পরিবার গৃহবন্দী প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ | আপডেট: ৭:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ মাগুরাঘোনায় ঘোষড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে। বর্তমানে পরিবারটি বাড়ি থেকে বের হতে পারছে না। সরজমিনে গিয়ে এলাকাবাসী জানায়,ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া গ্রামের মৃত আকিমুদ্দিন শেখের পুত্র আব্দুস সবুর শেখের সাথে একই গ্রামের শহর আলী শেখের পুত্র মকবুল হোসেন শেখ, মৃত খবির উদ্দীন শেখের পুত্র ইনছার শেখ, রওশন শেখ ও সাহেবালী শেখের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এঘটনায় বুধবার সকাল ৮টার দিকে শহর আলী শেখের পুত্র মকবুল হোসেন শেখ, মৃত খবির উদ্দীন শেখের পুত্র ইনছার আলী শেখ, রওশন আলী শেখ, সাহেবালী শেখ, মৃত ইনতাজ আলী শেখের পুত্র আব্দুল হামিদ শেখ ও সাহেবালী শেখের পুত্র মিনারুল ইসলাম শেখ তার পরিবারের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এঘটনায় আব্দুস সবুর জানায়, শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে ওরা তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। মকবুল শেখের সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। সংবাদটি ৫০৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু