চুকনগরে ডিসকভার মোটর সাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে দিনে দুপুরে এক ব্যক্তির ডিসকভার মোটর সাইকেল চুরি করেছে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা। মঙ্গলবার দুপুরে চাকুন্দিয়া জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মসজিদের পাশে রেখে তিনি জোহরের নামাজ আদায়কালে এ মোটর সাইকেলটি চুরি করা হয়েছে।

জানা যায় ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মকবুল শেখের পুত্র সাহাবুদ্দিন শেখ নামে এক ব্যক্তি তার ব্যবহৃত ডিসকভার কালো লাল কালালের (খুলনা মেট্রো-হ-১১-৫৭১৬)মোটর সাইকেলটি মঙ্গলবার দুপুরে চাকুন্দিয়া জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মসজিদের পাশে রেখে জোহরের নামাজ আদায় করছিল। এসময় কে বা কারা তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। তিনি নামাজ শেষে উক্ত স্থানে মোটর সাইকেলটি না পেয়ে দিক বিদিক খোঁজাখুঁজি করেও কোন সন্ধ্যান পাননি। এঘটনায় তার ব্যবহৃত মোটর সাইকেল খোয়া যাওয়ায় তিনি হতাশা বেশ ভেঙ্গে পড়েছেন।
সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস