কালিগঞ্জ বাগবাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ | আপডেট: ৩:২০:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে ধানে সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে মহানন্দ ঢালী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি গ্রামে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত মহানন্দ ঢালী বাগবাটি গ্রামের গুরুপদ চন্দ্র ঢালীর ছেলে। ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটরে জল উঠানোর জন্য সুইচ দিতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মহানন্দ ঢালী। তাকে আশঙ্কাজনক অবস্থায় পৌনে ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম মহানন্দ ঢালীকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি ৪৪০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু