কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ | আপডেট: ১১:০৭:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
প্রজম্ম হোক সমতার, সকল নারীর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কালিগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাঙ্গন থেকে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বনাঢ্য র‌্যালী বাহির হয়ে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা অফিসার্স কল্যান ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার সহযোগীতায় র‌্যালী পরবর্তী আলোচনা সভায় রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে জাফরুল আলম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবযাত্রার উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, বিন্দু নারী সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া জান্নাত, অগ্রগতি সংস্থার আবু আলম, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার শাফলা খাতুন, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শারমিন আহমেদ এশা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার জয়দেব দত্ত, লিডার্সের প্রোগ্রাম অফিসার সুলতা সাহা প্রমুখ। অনুষ্ঠানে সুশীলন, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, ডিআরআরএ, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা, মিশন মহিলা মহিলা উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন এনজিও সমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক