হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন কালিগঞ্জ থানার ওসি

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ | আপডেট: ১১:৪৬:পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

করোনার কারণে কর্মহীন মানুষকে সহায়তার সরকারি ঘোষণা অনুযায়ী এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ঘরে থাকা কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি করোনাভাইরাস রোধে জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। অঘোষিত লকডাউনের শুরু থেকে অসহায় কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে উপজেলার দক্ষিণ শ্রীপুর, বিষ্ণুপুর, কৃষ্ণনগর ও রতনপুর ইউনিয়নের ২৮০ জন হতদরিদ্র মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাউল, হাফ লিটার তেল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেয়াজ, ১ প্যাকেট লবণ ও ১ টি সাবান প্যাকেজ আকারে বিতরণ করেন।

এসময় তিনি বলেন, সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলা উচিত। পাশাপাশি নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার সন্তাদেরকে পরিচ্ছন্ন রাখবেন, হাত ভালোভাবে ধৌত করবেন। করোনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি।
এসময় থানার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা