সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্য আটক: অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯ | আপডেট: ২:১৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টকার্ড সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে দুইটি দোনলা বন্দুক, একটি একনলা বন্ধুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে সুন্দরবনের আমতলীখাল থেকে তাদেরকে আটক করা হয়।
কৈখালি কোষ্টকার্ড সদস্যরা জানান, সুন্দরবনে আমতলী খালে বনদস্যু সেলিম বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষন করে। কোষ্টগার্ডও পাল্টা গুলিবর্ষন করে। গুলাগুলির এক পর্যায়ে বনদস্যু সেলিম বাহিনী পিছু হটে। সেখান থেকে দুই বনদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ওগুলি উদ্ধার করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, কোষ্টগার্ডের হাতে আটক দুই বনদস্যুকে থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি দোনল বন্দুক, একটি একনলা বন্দুক ও ২১ রাউন্ড গুলি থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক