সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে এক দালাল আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯ | আপডেট: ৪:৩৪:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদক অভিযান চালিয়ে শহিদুল আলম নামের এক চিহিৃত দালালকে আটক করেছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
পরে আটক শহিদুল আলমকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাকে দু’হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
খুলনার দুর্ণীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তরুন কান্তি ঘোষ জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি দু’হাজার টাকা ছাড়া পাসপোর্ট করতে পারেননা বলে জানা যায়। এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় তার নেতৃত্বে একটি টিম। ঘটনাস্থলে পৌছে দালালদের দৌরাত্বের সত্যতা পায় দুদক। এ সময় শহিদুল আলম নামের এক চিহিৃত দালালকে আটক করেন তারা। তবে, অন্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপর তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে দু’হাজার টাকা জরিমানা করা হয়।

s.g/sat


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক