সাতক্ষীরায় মুখ-হাত ও পা বাঁধা মুকুল হোসেন নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৯ | আপডেট: ৯:২০:অপরাহ্ণ, জুন ১০, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা কুচপুকুর এলাকায় মুকুল হোসেন (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০) জুন সকালে শহরের বাইপাস সড়কের ইটভাটা সংলগ্ন কুচপুকুর এলাকা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। মুকুল হোসেন সাতক্ষীরা শহরের বাঁকাল ইসলামপুর এলকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঐ এলাকায় মুখ হাত পা বাঁধা অবস্থায় এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে তার লাশ উদ্ধার করে। মরদেহ থেকে দুর্গন্ধ ছুটছিল। ধারনা করা হচ্ছে দুই তিন দিন আগে তাকে মেরে আজ ভোরে এখানে ফেলে যায় কে বা কারা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত মুকুলের লাশ উদ্ধার করেছে। উদ্ধারের সময় তার মুখ হাত ও পা বাধা ছিল। সে এলাকায় মুকুল চোর নামে পরিচিত। তার বিরুদ্ধে সদর থানায় ১০ থেকে ১২ টি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে পারেননি ওসি।

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক