সাতক্ষীরায় প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ নোট গাইড জব্দ: দুই ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরায় নিষিদ্ধ নোট গাইড বই গুদামজাত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ী আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় প্রায় কোটি টাকার নোট গাইড জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন,শহরের বই মেলার মালিক জাহাঙ্গীর আলম ও পপি লাইব্রেরির মালিক আব্দুল্লাহ আল মামুন।

সাতক্ষীরায় নিষিদ্ধ গাইড জব্দ

সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাউদ্দীন জানান, অবৈধ নোট গাইডের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে সদর সার্কেলের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান শহরের বই মেলা ও পপি লাইব্রেরিতে পরিচালিত হয়। অভিযান চালনাকালে তিনটি গোডাউনের অস্তিত্ব পাওয়া যায়। তাদের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত নোট গাইড জব্দ করা হয় এবং ওই দুই ব্যবসায়ী জাহাঙ্গীর ও মামুনকে আটক করা হয়। এসময় প্রায় কোটি টাকার নোট গাইড জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক