সাতক্ষীরায় নবজীবন ইন্সটিটিউট শিক্ষার্থীদের নবীণ বরণ

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯ | আপডেট: ১১:৩৩:অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ও নবজীবন মেডিকেল ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় পলাশপোলস্থ নবজীবন পলিটেকনিক অডিটোরিয়ামে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ও নবজীবন মেডিকেল ইন্সটিটিউটের সভাপতি তারেকুজ্জামান খানের সভাপতিত্বে নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নবজীবন আজ একটি ভাল অবস্থানে এসেছে। শিক্ষার প্রচার প্রসারে নবজীবন আজ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন এবং বিভিন্ন প্রনোদনা দিয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা রাখি নবজীবন একদিন বিশ^দ্যিালয়ে পরিনত হবে। সাতক্ষীরা জেলা একটি সাম্ভবনাময়ী জেলা। এজেলা সর্বক্ষেত্রে এগিয়ে আছে। তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমাদেরই আগামীতে দেশের নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মাঝে সচেতনতার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এমপি রবি।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, বিআরডিপি সাতক্ষীরা’র উপপরিচালক মো. আব্দুল আলীম, জেলা বঙ্গবন্ধুু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, নবজীবন নির্বাহী কমিটির সভাপতি সামছুল আলম খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বাংলাদেশ স্কাউটস সম্পাদক কাজী আব্দুল বারী, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মো. ফকর উদ্দীন, নবজীবন ইন্সটিটিউটের সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। বিভাগীয় প্রধানদেও মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার টেকনোলজি’র জুনিয়র ইন্সট্রক্টর কামাল হোসেন, ইলেকট্রিক্যাল টেকনোলজি’র বাচ্চু মুন্সী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. শাহেদ আহমেদ, মাগফুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক বাচ্চু মুন্সী ও মো. জাকির হোসেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/আ:ই/নিজস্ব প্রতিনিধি/


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক