সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফেরার পথে এক জনের মৃত্যু

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯ | আপডেট: ৪:৫২:অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ঘূর্ণিঝড় বুলবুল আঘার হানার পর সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরের গাবুরা আশ্রয় কেন্দ্রে ছেড়ে বাড়ি যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার গাবুরা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম আবুল কালাম (৬০)। তিনি উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার পর আশ্রয় কেন্দ্রে ছেড়ে সকালে বাড়ি ফিরে যাওয়ার সময় আবুল কালাম হৃদরোগে অঅক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া একই উপজেলার ভেটখালী ইউনিয়নের তারাণীপুরে দেওয়াল চাপা পড়ে ভ্যান চালক পলাশ ও তার স্ত্রী আহত হয়েছেন বলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে কারো প্রান হানি ঘটেনি জানা গেছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক