সাতক্ষীরায় আলমসাধুর মধ্যে থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার : আটক -৩

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ | আপডেট: ১০:৪৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার বিকালে শহরের মাধবকাটি এলাকার লস্কর পেট্রোলপাম্পের সামনে থেকে তাদের কে আটক করে ডিবি পুলিশ।
ব্যবসায়ীরা হলেন, কলারোয়া উপজেলার কেড়াগাছি চারাবাড়ী গ্রামের ওয়াজেদ আলীর পুত্র মিজানুর রহমান, হাওয়ালখালী গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের পুত্র মিঠু হোসেন ও খুলনা জেলার ডুমুরিয়া থানার থুকড়া শান্তিনগর গ্রামের মৃত আবু হোসেনের পুত্র শওকত আলী।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমী জানান,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এস.আই রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ছয়ঘরিয়ার পেট্রোল পাম্প একালায় একটি আলমসাধু ইঞ্জিন ভ্যানকে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ভ্যানের মধ্যে বিশেষ কায়দার রাখা ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পালানোর চেষ্টাকালে ৩ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আকটকৃতদের নামে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক