সাতক্ষীরার কালিগঞ্জে বাস-মোটর সাইকেলর মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ১২

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯ | আপডেট: ৬:১০:অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মংস্য ব্যবসায়ী গাজী আব্দুস সাঈদ ময়না(৪৫) নিহত হয়েছে। শনিবার দুপুরে কালিগঞ্জে ষ্টার পাম্পের সামনে এই ঘটনা ঘটে। সে মৌতলা গ্রামের কাজী এমদাত হোসেনের ছেলে।
এ সময় ১০-১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ষ্টার পাম্পের থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে হলে ঘটনা স্থানেই তিনি মারা যান। এ ঘটনায় পরিবহনটি আটক করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক