রাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির সকালে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজ, ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয় ও শৈলী মাধ্যমিক বিদ্যালয়। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এদিন সকাল ৭টায় পর্যায়ক্রমে কেন্দ্রীয় শহীদ মিনারে মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজ, ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয় ও শৈলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রভাতফেরি শেষে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শৈলী মাধ্যমিক বিদ্যালয়েএসময় উপস্থিত ছিলেন- মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের সভাপতি শওকত ওসমান, মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডা. মো. সফিকুল ইসলাম, শৈলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, শৈলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল কালাম, হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের শিক্ষক আনাল উদ্দিন, রেজাউল করিম, রুহুল কুদ্দুস টিটু, অসীত বিশ্বাস, নূর ইসলাম, ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল গফুর, স্বপন কুমার দত্ত, সুব্রত কুমার ঘোষ, মনোতোষ মোহন রায়, শৈলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমান, খলিলুর রহমান সহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। 

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক