কপিলমুনি কলেজে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ | আপডেট: ৬:৩৪:অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি:
কপিলমুনি কলেজ অডিটোরিয়ামে এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার(৩০ জুলাই) সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন এর পৃষ্ঠপোষকতায় এবং সততা সংঘ কর্তৃক আয়োজিত “সামাজিক আন্দোলন ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় উপাধ্যক্ষ বাবু ত্রিদিব কান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ জনাব আফসার আলী। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারি অধ্যাপক স্বপন কুমার অধিকারী, রমেশ চন্দ্র ঢালী ও মো: আলিনুর ইসলাম। বিষষটির পক্ষ দল বিজয়ী লাভ করে। এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা তানিজ আজাদ বাঁধন। বিজয়ী দলের অন্যরা হলেন, রাহুল বৈরাগী ও কামরুল ইসলাম। এছাড়া বিপক্ষ দলে ছিলেন, তন্ময় অধিকারী, মুর্শিদ আলম ও রুবায়েত হোসেন। এর পুর্বে “দুর্নীতি-উন্নয়নের অন্তরায়” বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, প্রিয়ম সাধু পল্লব। দ্বিতীয় স্থান অধিকার করেন, আবু হুরায়রা সেজান। যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন, কামরুল ইসলাম ও নির্মলেন্দু গাইন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন,বাংলা বিভাগের প্রভাষক জনাব শফিউল আলম।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক