মিল্কভিটা দুধে ভেজাল না মেশাতে উৎপাদনকারীদের প্রতি আহবান: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯ | আপডেট: ২:৪৮:অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিনত হতো। মিল্কভিটা দুধে কোন প্রকার ভেজাল না মেশাতে উৎপাদনকারীদের প্রতি আবহবান জানিয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বুধবার সকাল ১১ টায় তালা উপজেলা চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মিল্ক ভিটায় ১৯ প্রকার খাদ্য উৎপাদন হয় যা পুষ্টি ও মেধার বিকাশ ঘটায়। মিল্কভিটাকে একটি দ্বিতীয় অর্থনৈতিক খাত বলা যাবে।


বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন লিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মিল্ক ইউনিয়নের ব্যবস্থপনা পরিচালক অমর চান বণিক, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল,সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.জিয়াউর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।


বুধবার সকালে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য তালা উপজেলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটিডের দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন।

 

 

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক