মংগলকোট মাধ্যমিক বিদ্যালয়ের বিপদগ্রস্ত বন্ধুকে বন্ধুদের প্রীতি উপহার

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০ | আপডেট: ৭:৪০:অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
মংগলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৭ সালের ব্যাচের বিপদে থাকা  বন্ধু এনামুল কে প্রীতি উপহার দিলেন তাঁর অন্য বন্ধুরা। কথায় আছে, বিপদেই বন্ধুর পরিচয়।  ছেলেটি মংগলকোট গ্রামের মোঃ ফজলু রহমান এর পুত্র এনামুল। দুই ভাইয়ের মধ্যে এনামুল বড় ছেলে। পিতা ফজলু রহমান দৈর্ঘ্য দিন একটি রাইচ মিলে কাজ করতেন। তা দিয়ে যে আয় হতো তা দিয়েই মোটামুটি ভাবে সংসার চলে যেত।
 
কিন্তু দুঃখ জনক ব্যাপার হলো কয়েক বছর আগে এনামুলের বৃদ্ধ পিতা বয়সের সাথে সাথে কাজ করার অক্ষম হয়ে যায়। সেই সাথে শারিরীক অসুস্থতা নিত্য দিনের সঙ্গী হয়ে যায়। এক দিকে পিতা অসুস্থ্য অন্য দিকে মাও অসুস্থ্য হয়ে পড়ে। এনামুলের পরিবার টি একদমই অসচ্ছল হয়ে পড়ে। প্রতি দিনের ঔষধ খরচ সহ পরিবারের অন্যান্য খরচের পরিমাণ টা দিনে দিনে বেড়ে যায়। মোটামুটি ভাবে পরিবার টির প্রতি নেমে আসে এক অশুভ ছায়া। এ দিকে  এমামুলের পড়াশুনার খরচ তো আছেই। এক পর্যায়ে পরিবারের সকল ভরন পোষন এনামুলের কাধে এসে পড়ে। এক দিকে অসুস্থ্য বৃদ্ধ পিতা মাতা এবং সংসার খরচ অন্য দিকে তাঁর নিজের পড়াশুনার খরচ। সব মিলিয়ে বিপাকে পড়ে যায় এনামুল।  
 
 
এদিকে  মানবিক বিষয়ের ছাত্র হিসাবে এস এস সি পাশ করেছেন ২০০৭ সালে। এর পর হাটি হাটি পা পা করে এ  এইচ এস সি তারপর পলিটিক্যাল সাইন্স দিয়ে অনার্স এবং মাষ্টাস  পাশ করেছেন বিএল কলেজ থেকে। তবে তাঁর এই সাফল্যের পেছরে রয়েছে বিরাট এক ট্রাজেডীর ঘটনা। অনার্সের সকল খরচ এনামুল রিক্সা চালিয়ে বহন করেছে। পাশাপাশি সংসার খরচ ও যোগাতেন। 
 
আজ এনামুল মষ্টার্স পাশ করা গ্যাজুয়েট ছেলে। রিক্সা চালিয়ে কিছু কিছু টাকা জমিয়ে একটি ব্যাটারি চালিত রিক্সা কিনেছিল। সেই রিক্সা চালিয়ে নিজে এবং তাঁর অসুস্থ্য পিতা মাতা কে নিয়ে সুন্দর ভাবে চলছিল। দুঃখজনক ব্যাপার হলো সেই রিক্সাটির ব্যাটারি করোনা শুরুর দিকে নষ্ট হয়ে যায়। খুলনায় লকডাউন শুরু হলে এনামুলের আয় ও কমে যায়।
 
একদিকে আয় নেই অন্য দিকে ব্যাটারি নষ্ট। মোটামুটি এই দুই তিন মাস তাদের পরিবার টি খুব বাজে সময় পার করছি। ঠিক সেই মুহুর্তে তাঁর ২০০৭ সালের মাধ্যমিক বন্ধুদের সাথে শেয়ার করে। তারই পরিপেক্ষীতে আজ  তাঁর  বন্ধুরা মিলে কে এম সেলিম জাহাঙ্গীর, মোঃ শাহিন, সুমন, জাকিয়া রুপা, সোহেল, জাকির, জয়নাব, ইমরান, মনিরুল, শাপলা, টিটু,   সাব্বির, চম্পা, আলামিন, মিজান, সাইদ, সাহেদ, রুপালি  মিলে তাঁকে প্রীতি উপহার হিসাবে নগদ দশ হাজার টাকা হস্ততান্তর করেন।  
 
এ সময় মংগলকোট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক জানাব মাহমুদ আজিম স্যার এর সভাপত্বিতে অত্র বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মোঃ শাহিন স্যারের পরিচালনায় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিভাগের শিক্ষক জনাব মোঃ মনিরুল ইসলাম। 
 
এ ব্যাপারে মোঃ এনামুল তাঁর বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
 
এছাড়া ও এনামুলের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইউনুস সুমন, মোঃ আবু সাঈদ, মোঃ ইমরান হুসাইন, রাজু, মনিরুল ইসলাম প্রমুখ। 
 

আপনার মতামত লিখুন :

মোঃ ইমরান হুসাইন। প্রতিবেদক। ডুমুরিয়া, খুলনা