বঙ্গবন্ধুকে নিয়ে ওরা বিকৃত ইতিহাস সৃষ্টি করতে চায়: চুকনগরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নাহলে আজ বাংলাদেশ হতো না । সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে ওরা বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত ইতিহাস সৃষ্টি করতে চায়।

এদেশের মানুষ কোন ভাবেই ওদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে উন্নীত হয়েছে।তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে ওইসব পাকিস্থানী দোসররা এদেশের নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে।দীর্ঘদিন পরে হলেও এদশের মাটিতে ওদের বিচার হয়েছে।এই চুকনগরের মাটিতে সেদিন যে হত্যাকান্ড ঘটিয়েছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকান্ড।তিনি চুকনগর গণহত্যা“৭১ স্মৃতি বধ্যভ’মির উন্নয়নে যা প্রয়োজন তা বাস্তবায়ন করবেন বলে আশ্বাস প্রদান করেন।
তিনি গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় চুকনগর বধ্যভ’মিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চুকনগর গণহত্যা“৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ সঞ্জীব দাস, মুক্তিযোদ্ধা এম এম জিয়াউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, অধ্যাঃ জি এম ফারুক হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়, অধ্যক্ষ এস এম জুলফিকার আলী জুলু, আছফার হোসেন জোয়ার্দ্দার, সরদার শরিফুল ইসলাম, অরিন্দম মল্লিক প্রমুখ।