পাটকেলঘাটায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯ | আপডেট: ১০:২৭:পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জুজখোলা আমতলাডাঙ্গা বিলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩জুন) বেলা ৩টায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় ৩১টি ঘোড়া অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক রোদ ও কাঁদা উপেক্ষা করে দৌড় উপভোগ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা-পাটকেলঘাটা(সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএটিভির সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, পাটকেলঘাটা হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, মিনিষ্টার মাইওয়ান সাতক্ষীরা রিজোনাল ম্যানেজার হাসানুর রহমান, লোকনাথ নাসিং হোমের পরিচালক পূলক কুমার পাল। সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, মফিদুল ইসলাম, শিক্ষক ওলিউর রহমান প্রমূখ।

 

সুন্দরবনটাইমস.কম/ডেক্স রিপোর্ট


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক