পাটকেলঘাটায় এক ঘের মালিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

পাটকেলঘাটা(সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যঘের মালিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত ঘেরমালিককে পাটকেলঘাটা নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। জানা গেছে, থানার ভারসা গ্রামের পদ্মবিলে যৌথভাবে তালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন ও ষাড়াডাঙ্গা গ্রামের প্রকাশ মন্ডল জমি হারি দিয়ে মাছ চাষ করে আসছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ৪/৫ জনের সন্ত্রাসী লাঠি, লোহার রড হাতুড়ি নিয়ে সন্ত্রাসী কায়দায় ঘেরের বাসায় ডুকে ঘেরমালিক প্রকাশ মন্ডল(৬৫) কে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় পাশের বাসায় থাকা কর্মচারী শহিদুল ইসলাম জানতে পেরে ফোনে মালিক ইখতিয়ার হোসেন কে সংবাদ দিলে বিষয়টি প্রশাসনকে খবর দেওয়া হয়। বেশ কয়েকবছর পূর্বে এই জনপদে ভারসা গ্রামে কবিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এদিকে গতকাল মঙ্গলবার রাতেই খলিষখালী ইনচার্জ নিখিল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করে আহত প্রকাশকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় সকালে ইখতিয়ার হোসেন বাদি হয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধারন ডায়েরী করেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘের সংক্রান্ত কোন জটিলতার কারনেই এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারনা। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

st/m.r/pat/8.48 pm


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক