পাইকগাছা ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের ওরিয়েন্টেশন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ১০, ২০১৯ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, মে ১০, ২০১৯

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা:
পাইকগাছা উপজেলা মাইগ্রেশন ফোরাম কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা মাইগ্রেশন ফোরামের সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে প্রশিক্ষক ছিলেন, মাইগ্রেশন প্রোগ্রামের আরএসসি ম্যানেজার আফরোজা খাতুন ও ডিসক্ট্রিক ম্যানেজার মোঃ এমদাদুল হক। সহযোগিতায় ছিলেন, ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদার। উপস্থিত ছিলেন, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুল গফফার মোড়ল, গৌতম রায়, মানবেন্দ্র মন্ডল, কল্যাণী মন্ডল, হাসান-উজ-জামান, আজিজুল হক, শ্যামল মন্ডল, শেখ আব্দুর রহমান, তুষার কান্তি বিশ্বাস, আজবাহার আলী ও সামছুন্নাহার। প্রত্যাশা প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম-এর সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক