নররিয়া হতে বাদুড়িয়া অভিমুখী খাল অপরিকল্পিতভাবে খনন: আঁঠারমাইল বাদুড়িয়া সড়কের কালভার্ট নামক স্থান হতে প্রায় ৩শ মিটার রাস্তা ধসে খালে

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ১১, ২০১৯ | আপডেট: ৬:০৫:অপরাহ্ণ, মে ১১, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদদাতা:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নররিয়া হতে বাদুড়িয়া অভিমুখী খালটি অপরিকল্পিতভাবে খনন করার কারণে আঁঠারমাইল বাদুড়িয়া সড়কের বড় কালভার্ট নামক স্থান হতে প্রায় ৩শ মিটার রাস্তা ধসে পড়েছে খালে। এতে জনসাধারণ রাস্তা চলাচল সহ নতুন রাস্তা নির্মান কাজের ব্যাপক ক্ষতি হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, একদিকে অপরিকল্পিতভাবে অদক্ষ ড্রাইভার দিয়ে নররিয়া হতে বাদুড়িয়া অভিমুখী খালটি খনন কাজ চলছে। অন্যদিকে আঁঠারমাইল বাজার হতে বাদুড়িয়া বাজার পর্যন্ত “কেশবপুর বেতগ্রাম রাস্তার বেজ টাইপ-১”কাজ প্রায় শেষের পথে। কিন্তু অপরিকল্পিতভাবে খালটি খনন করার কারণে শনিবার ভোরে রাস্তার বড় কালভার্ট নামক স্থান হতে প্রায় ৩শ মিটার রাস্তা ধসে খালে পড়েছে। এতে জনসাধারণ রাস্তা চলাচলে সমস্যাসহ রাস্তা নির্মান কাজে ব্যাপক ক্ষতি হচ্ছে। এ কারণে মোজহার এন্টার প্রাইজের কন্ট্রাকটর তার রাস্তার কাজ বন্দ করে সকল শ্রমিক তুলে এনে রাস্তাটি খালের কবল হতে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তারপরও শুধুমাত্র পরিকল্পিতভাবে খাল খনন করার কারণে খাল বরাবর অবস্থিত পুরো রাস্তা ধসে খালে পড়ার আশংকা দেখা দিয়েছে। এব্যাপারে মোজহার এন্টার প্রাইজের কন্ট্রাকটর খন্দকার আবু সাইদ বলেন, কেশবপুর বেতগ্রাম রাস্তার বেজ টাইপ-১কাজ প্রায় শেষের পথে। কিন্তুু অপরিকল্পিতভাবে খাল খনন করার কারণে এই নতুন রাস্তাটি প্রায় ৩শ মিটার বিলিন হয়ে গেছে খালে এবং নদী বরাবর বাকী রাস্তাও বিলিন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হবেন বলে জানান।

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক