জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত কপিলমুনি কলেজ

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলা পর্যায়ে খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজ শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ জনাব মো: হাবিবুল্যাহ বাহার। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন একই কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পরিমল কুমার সাধু। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে একই কলেজের ছাত্র প্রিয়ম সাধু। এছাড়াও ”গ” শাখার দেশাত্ববোধক গান,লোক সংগীত ও নজরুল সংগীতে ১ম স্থান অধিকার করেছে কপিলমুনি কলেজের ছাত্রী তমা রানী মন্ডল। বিতর্ক এবং রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে প্রিয়ম সাধু পল্লব ও কেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে মো: মুজাহিদ মোল্যা। ২০১৮ সালেও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ জনাব মো: হাবিবুল্যাহ বাহার।
গত বুধবার নির্বাচিতদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন পাইকগাছা উপজেলা নির্বাহি অফিসার জুলিয়া সুকায়না । তাদের এ সাফল্যের জন্যে কলেজ পরিচালনা পর্ষদ, অভিভাবক,ছাত্র-ছাত্রী ও শুভাকাংখীগন সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক