পাইকগাছায় পুরাতন বিল্ডিং এর সানসেট ভেঙ্গে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯ | আপডেট: ৯:৩৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় পুরাতন বিল্ডিং এর সানসেট ভেঙ্গে শেখ ইলিয়াস হোসেন (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের শেখ অহিদুর রহমানের ছেলে রাড়–লী হাফেজিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র শেখ ইলিয়াস হোসেন মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে শেখ আকসুদুর রহমানের পরিত্যক্ত সেমি পাকা ঘরের পাশে বন্ধুদের সাথে খেলা করছিল। এমন সময় বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে দেখতে পায় ইলিয়াস ঘরের সানসেটের নীচে চাপা পড়ে আছে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসলে ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। ইলিয়াসের পিতা-মাতা প্রতিবন্ধী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি এমদাদুল হক জানিয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক