পাইকগাছার হরিঢালীতে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসুচীর অধীনে ১০ টাকার চাল বিতরণ

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ | আপডেট: ৯:৩৪:অপরাহ্ণ, মে ১৮, ২০২০

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্য ও ঈদকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নগরশ্রীরামপুর ডিলার স্বপন কুমার সাহার অধিনে আবারও ১০ টাকা দরে চাল বিতারণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নে নগরশ্রীরামপুরস্থ’ সাহাপাড়া গোডাউনের সামনে এ চাল বিতারণ করা হয়। এখানে ইউনিয়নের ৬নং ওয়ার্ড নগরশ্রীরামপুর, ৮ নং ওয়ার্ড উত্তর সলুয়া সহ প্রতাপকাটি এলাকার কার্ডধারীরা উপস্থিত ছিলেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় ট্যাগ অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা খান আলমগীর হোসেনের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতারণ করা হয়। ট্যাগ অফিসারের পর্যবেক্ষণের সময় বস্তা প্রতি ৩০ কেজি চাউল মেপে সঠিক পাওয়া যায়। এতে ট্যাগ অফিসার খান আলমগীর হোসেন সহ উপস্থিত উপকারভোগীরা খুশি হন। ডিলার স্বপন কুমার সাহার অধিনে ৪৪৭ উপকারভোগীর মধ্যে এ দিন শতাধিক দুস্থ্য কার্ডধারীদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অধিনে ১০ টাকার চাল বিতারণ করেন সংশ্লিষ্টরা।

কপিলমুনির স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দত্তের পক্ষে এমপির ত্রান সামগ্রী বিতারণ

আগামী ঈদকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের বাদামতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতারণ করেছেন কপিলমুনি বাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দত্ত।

সোমবার বিকালে অত্র এলাকার হত দরিদ্র ২শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতারণ করা হয়। খুলনা-৬ সংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রান সামগ্রী বিতারণ করেন। প্রদীপ দত্ত এর আগেও তিনি এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষকে ত্রান সহায়তা করেন। বাজারের নৈশ প্রহরী, পত্রিকা পরিবেশক, ভ্যান চালক সহ হতদরিদ্র মানুষের মাঝে নিজ অর্থায়নে সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, সরদার মোহাফ্ফার হোসেন, শিক্ষক আনিসুজ্জামান, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ইউপি মেম্বর কুমারেশ দে প্রমুখ।


আপনার মতামত লিখুন :

এইচএমএ হাশেম। নিজস্ব প্রতিবেদক। কপিলমুনি, খুলনা