ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১ | আপডেট: ৪:৫৮:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১

খুলনার ডুমুরিয়ায় লকডাউন’র বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৮ আগষ্ট) আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

জানা গেছে, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ আদালত পরিচালিত হয়। বিকেলে ডুমুরিয়া সদর, চুকনগর বাজার, কাঁঠালতলা বাজার ও খর্ণিয়া বাজারে নির্দিষ্ট সময় উপেক্ষা করে দোকান পাট খোলা রাখা, জনসমাগম ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধের ৯টি মামলায় মোট ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতায় ডুমুরিয়া থানার এসআই বিশ্বজিৎ কুমার সহ পুলিশ একটি দল।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা