জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছি: কালিগঞ্জ থানা ওসি দেলোয়ার হুসেন

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ | আপডেট: ৭:৫৫:অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে অপরাধ নির্মূল ও পুলিশের সেবা জনগণের দৌড়গোড়ায় পৌছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু ও পুলিশ অফিসের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মথুরেশপুর ইউপির মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিট পুলিশ অফিসের কার্যালয় উদ্বোধন করেন থানার চৌকস অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য শেখ আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম, মমতাজ হোসেন মন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন গাজী, বিশিষ্ঠ ব্যবসায়ি শাহিনুর ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের লিডার সাংবাদিক ইমরান আলী, সহ: টিম লিডার সাংবাদিক ফরিদুল কবীর প্রমুখ।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন মানবিক থানা উপহার দিতে এবং জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছি। দালাল মুক্ত থানা উপহার দিতে পেরেছি আপনাদের সহযোগীতায়। শুধু থানা ক্যাম্পাস আর অবকাঠামোর উন্নয়ন নয়, এলাকার আইনশৃংখলার উন্নতি করেছি।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা