চুকনগর মডেল মহিলা কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ | আপডেট: ১১:৫০:অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগর মডেল মহিলা কলেজের নব নির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ এর কলেজে কর্মরত শিক্ষক কর্মচারী ও ছাত্রীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ এম আর মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দাতা সদস্য ইউসুফ হারুন গাজী, অভিভাবক সদস্য হাবিবুর রহমান মোড়ল, আবুল গাজী, মমতা কুন্ডু, শিক্ষক প্রতিনিধি প্রভাষক হাফিজুর রহমান ও প্রভাষক জাহিদুর রহমান, প্রভাষক আব্দুর রব, রবিউল ইসলাম বুলু, আব্দুল কুুদ্দুস, সেলিম আক্তার, রেজওয়ান হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, গাজী আব্দুল ক্দ্দুস, শরীফ মোহাম্মদ প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি ২২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু