চুকনগরে রেজিষ্ট্রেশন ছাড়াই চলছে বি-লাইফ সমিতি ও বাদশা ট্রেডার্স সমিতি প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ | আপডেট: ৯:১৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০ চুকনগরে একই ব্যক্তির নামে রেজিষ্ট্রেশন ছাড়াই চলছে বি-লাইফ সঞ্চয় এ্যান্ড ঋণদান সমিতি এবং বাদশা ট্রেডার্স সমিতির কার্যক্রম। নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। প্রতিকার চেয়ে রানী বেগম নামে সকল সদস্যদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা সমবায় কর্মকর্তা এস এম সেলিম আক্তারকে জরুরী ভিত্তিতে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রাপ্ত অভিযোগ সূত্রে, চুকনগর গ্রামের বি-লাইফ সঞ্চয় এ্যান্ড ঋণদান সমিতি ও বাদশা ট্রেডার্স এর মালিক মোঃ বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের সঞ্চয়কৃত কিছু অর্থ তার (নরনিয়া গ্রামের ৩০-৩৫জন গ্রাহক) এই প্রতিষ্ঠানে জমা রাখেন। কিন্তু তাদের সঞ্চয়ের টাকা দীর্ঘ ২বছর ও ৩বছর অতিবাহিত হলেও তিনি টাকা ফেরত না দিয়ে নানা তালহাবানা করছে। এছাড়া তার অফিসে অসহায় মহিলারা টাকা চাইতে গেলে বিভিন্নভাবে গালিগালাজ ও বিভিন্ন ধরণের মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকী প্রদান করা হয়। এমনটি অনেক গ্রাহকের সঞ্চয়ের জমাকৃত বইও জোরপূর্বক কেড়ে নেয়া হয়েছে। এমতাবস্থায় গত ২৬/০৯/২০২০ইং তারিখে সমিতির ম্যানেজার মোঃ লিটন হোসেন তাদের গ্রামে আবারও সঞ্চয়ের টাকার জন্য গেলে সকল সদস্য একত্রিত হয়ে তার কাছে সঞ্চয়ের টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে না পেরে মোটরসাইকেল ফেলে রেখে চলে আসেন। পরবর্তীতে তাদের টাকা ফেরত দেয়াতো দূরের কথা উল্টো তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মোটর সাইকেল ছিনতাইয়ের এজাহার দায়ের করেন। প্রাপ্ত অভিযোগে ২৭জনের টাকার পরিমানও সংযুক্ত করা হয়েছে। এব্যাপারে উপজেলা সমবায় অফিসার এসএম সেলিম আক্তার বলেন, বি-লাইফ সঞ্চয় এ্যান্ড ঋণদান সমিতি ও বাদশা ট্রেডাস নামে কোন রেজিষ্ট্রেশনকৃত সমিতি ডুমুরিয়ায় নেই। এটা একটা বড় ধরণের প্রতারণা। যেহেতু অভিযোগের ভিত্তিতে আমাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেহেতু আমি আগামী ৬অক্টোবর তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছি। এব্যাপারে বিল্লাল হোসেনের ০১৭১১-১২৩০১২মোবাইল নম্বরে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। সংবাদটি ৩১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু